গুগল ক্রোম ব্রাউজার এক্সটেনশনে শুনুন অনলাইন বাংলা রেডিও, ব্রাউজার চালু করলেই রেডিও চলবে
যারা গুগল ক্রোম ব্রাউজার ব্যাবহার করেন তাদের জন্য অনলাইন রেডিও শুনার জন্য দারুন একটি এক্সটেনশন হলো Chrome Radio Player। এই এক্সটেনশন দ্বারা আপনার ব্রাউজারে আপনার পছন্দের রেডিও গুলো লাইভ স্ট্রিমিং হবে। যার ফলে ব্রাউজিং এর সাথে সাথে আপনার প্রিয় রেডিও থেকে গান/অনুষ্ঠান শুনতে পারবেন। ইচ্ছেমত সাজাতে পারবেন আপনার প্রিয় রেডিও চ্যানেল গুলো দ্বারা আপনার প্লেয়ার'টি।
বর্তমানে আমাদের দেশে বেশ কিছু ভাল অনলাইন রেডিও আছে, সারাদিন ভাল ভাল গান প্লে করে থাকে তারা। সে চ্যানেল গুলো ক্রোম রেডিও প্লেয়ারে সেভ করে নিতে পারেন। এমন কি স্লো নেট সংযোগেও অনলাইন রেডিও শুনতে পারবেন। আমাদের দেশে বর্তমানে রেডিও সার্কেল, রেডিও গুনগুন, ABC FM রেডিও, রেডিও ঢাকা, রেডিও টু-ফান, রেডিও অনিয়ম ইত্যাদি অনলাইন রেডিওগুলো তাদের অনুষ্ঠান অনলাইনে সম্প্রচার করছে।
সর্বপ্রথম ক্রোম রেডিও প্লেয়ার'টি গুগল ক্রোমের জন্য Chrome Radio Player এই লিঙ্ক থেকে এক্সটেনশন'টি নামিয়ে নিন ইন্সটল করে নিন। প্রথমত এই এক্সশনে বাংলা রেডিও গুলো থাকে না আপনি আপনার পছন্দমত চ্যানেল গুলো এড করে নিতে পারবেন। আপনার ব্রাউজারের উপরের দিকের ডান দিকে ক্রোম রেডিও প্লেয়ার আইকন থেকে Options এ ক্লিক করার পর নতুন একটি পেজ খুলবে সেখানে আপনার প্রিয় চ্যানেলগুলোর নাম / URL এড করে নিতে পারবেন।
কিছু বাংলা রেডিও অনলাইন স্ট্রিমিং URL:
ABC রেডিও- http://69.39.233.135:8282
- http://69.39.233.135:8888/
- http://67.228.101.162:7600
- http://202.4.100.2:8000
- http://87.117.199.109:8070/
- http://67.212.189.122:8070
- http://115.127.14.58:8000
- http://123.49.36.26:1200
- http://65.60.34.99:80
- http://www.radioswadesh.com:8002/
- http://208.43.100.52:8205
- http://69.39.233.135:8032/
এই URL এবং চ্যানেলের নামগুলো আপনার প্লেয়ারে যুক্ত করে নিতে পারেন। এছাড়া বিদেশী বা ইংরেজী রেডিও চ্যানেল গুলোর জন্য Station Gallery ভিজিট করে ফেবারিটে যুক্ত করে নিতে পারেন।
আর যারা Android OS এর মোবাইল বা ট্যাবলেট পিসি ব্যাবহার করেন তারা XiiaLive Lite এ্যাপ্লিক্যাশন'টি ব্যাবহার করতে পারেন। এ্যাপ্লিকেশনে ম্যানুয়্যালী বা সার্চ করে বাংলা রেডিও গুলো পাবেন তারপর সেগুলো ফেভারিট লিষ্টে রাখতে পারেন এবার যেখানেই থাকুল বাংলা রেডিও শুনতে পারবেন। এ্যাপ্লিক্যাশন'টি Android market এ পাবেন : XiiaLive Lite