চল্লিশে বাংলাদেশ - অমর একুশে বইমেলার প্রথম যাত্রা
১৯৭২ এ বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে বাংলা একাডেমির মাঠে চট বিছিয়ে মুক্তধারা প্রকাশনীর কয়েকদিনের এক মেলার আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল অমর একুশে বইমেলার প্রথম যাত্রা।একুশের বইমেলার প্রথম শুরু ঘরোয়াভাবে খুব স্বল্প পরিসরে।মুক্তধারা প্রকাশনীর তৎকালীন স্বত্বাধিকারী চিত্তরঞ্জন সাহার উদ্যোগে শুরু হয়েছিল এই বইমেলা।
তখন এর সাথে খুব কাছে থেকে জড়িত ছিলেন মুক্তধারার এখনকার পরিচালক জওহরলাল সাহা। সেই সময় বইমেলার শুরুর কথা বলেছেন তিনি।এর পর থেকে প্রতিবছর সেই আয়োজনের ধারা চলে আসছে।
১৯৭২-এর পর ধীরে ধীরে আরো দু'একজন প্রকাশক এই বইমেলার সাথে জড়িত হয়েছিলেন।তবে ঘরোয়া ঐ বইমেলাকে অমর একুশে গ্রন্থমেলা হিসেবে আনুষ্ঠানিক নামকরণ করা হয় ১৯৮৪ সালে প্রথম। এর সাথে জড়িত হয় বাংলা একাডেমি এবং পুস্তক প্রকাশক সমিতি।
সেই সময় প্রতিদিন দল বেঁধে বইমেলায় যেতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুজাহেদুল ইসলাম স্বপন। তিনি স্মৃতিচারণ করেছেন সেইসময়কার মেলার অভিজ্ঞতার।বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক মনজুরে মাওলা ব্যাখ্যা করেছেন এর আয়োজনে এই পরিবর্তনের পেছনে আদর্শগত কারণ কী ছিল, আর কথাসাহিত্যিক সেলিনা হোসেন স্মৃতিচারণ করেছেন সেবারকার বই মেলায় ২১শে ফেব্রুয়ারির দিনটা কেমন ছিল।
................................................................................................................
................................................................................................................
................................................................................................................