চল্লিশে বাংলাদেশ - শারমিন রীমা হত্যা
১৯৮৯ সালের ৮ই এপ্রিল। খ্যাতনামা ডাক্তার বাবা-মা'র ব্যবসায়ী ছেলে মুনির হোসেন তার সদ্য বিবাহিত স্ত্রী শারমিন রীমা যিনি কি-না একজন শহীদ বুদ্ধিজীবীর সন্তান, তাকে নির্মমভাবে হত্যা করে। চল্লিশে বাংলাদেশের এবারের পর্বে বাংলাদেশের ইতিহাসের চাঞ্চল্যকর সেই হত্যাকান্ডের ঘটনার কথা।
বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীর সাথে চট্টগ্রাম বেড়াতে গিয়ে খুন হন শারমিন রিমা। ৭ই এপ্রিল ঢাকা থেকে রওনা হয়ে যাওয়ার দুদিন পরে ফেরার পথে স্বামী মুনির হোসেন তাকে হত্যা করে নারায়ণগঞ্জের মিজমিজি গ্রামের কাছে ফেলে রেখে আসে।মনির হোসেনের বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে সংঘটিত হয় ওই হত্যাকান্ড।এরপর দীর্ঘ দিন মামলা চলার পরে নিম্ন আদালতে অপরাধী মুনির হোসেন এবং হত্যাকান্ডে প্ররোচনাদানকারী তার প্রেমিকা হোসনে আরা খুকু দুজনেরই ফাঁসির রায় হলেও উচ্চ আদালতের আপিল বিভাগের রায়ে খুকুকে খালাস দেয়া হয়।মুনিরের ফাঁসি কার্যকর হয় হত্যাকান্ডের চার বছর তিন মাস পর ১৯৯৩ সালের ২৭ জুলাই।
এই ঘটনা সে'সময় তুমুল আলোড়ন তুলেছিল পুরো দেশজুড়ে। আলোচিত সেই হত্যাকান্ডের ঘটনা ও তার পরবর্তী মামলা প্রক্রিয়া নিয়ে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছেন বিবিসি বাংলার শায়লা রুখসানা।
................................................................................................................
................................................................................................................
................................................................................................................