চল্লিশে বাংলাদেশ
ঢাকায় শাহরুখ খান
বলিউড বাদশা বা কিং খান নামেই বেশি পরিচিত শাহরুখ খান। ভারতীয় সিনেমার সেই বাদশা ঢাকায় আসছেন সেই খবর প্রথম বের হয় ২০১০ এর নভেম্বরের শুরুতে। তবে আসবার দিন পর্যন্ত এক ধরনের রাখঢাক ছিল। অনেকের মধ্যে অবিশ্বাসও ছিল।
ঢাকায় শাহরুখ খানের কনসার্ট সরাসরি দেখানো হয় স্থানীয় টেলিভিশন চ্যানেলে।
কিন্তু শেষ পর্যন্ত আগে থেকে ঘোষণা করা দিন ১০ ডিসেম্বরেই ঢাকায় এলেন বলিউড তারকা এবং তুমুল উচ্ছ্বাসে ভরপুর তার ভক্তদের নাচে গানে মাতিয়ে গেলেন। সেদিন ঢাকার আর্মি স্টেডিয়ামে শাহরুখ খান এবং তার ভক্তদের উচ্ছ্বাস উন্মাদনা দেখেছিলেন জেনিফার খান। সবার অবশ্য টিকেট কেটে সেই অনুষ্ঠান দেখার সৌভাগ্য সেদিন হয় নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাভেদ আখতার যিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জায়ান্ট স্ক্রিনের সামনে থেকে তা উপভোগ করেছিলেন তিনি বলেছেন তাঁর অভিজ্ঞতার কথা। আর ঐদিন সেই আয়োজন টেলিভিশনে সরাসরি দেখানোর স্বত্ব পেয়েছিল বেসরকারি চ্যানেল বৈশাখী। প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল বলেছেন সেদিন ঐ অনুষ্ঠান সরাসরি দেখাতে গিয়ে কী ধরনের ঝক্কি তাদের সামাল দিতে হয়েছিল। এই পর্বটি পরিবেশন করেছেন শাহনাজ পারভীন।
.......................................................................................................
........................................................................................................
.......................................................................................................