চল্লিশে বাংলাদেশ - শেখ মুজিব হত্যা
১৯৭৫সালের ১৫ই অগাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন তাঁর ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে। আগের রাতে ১৪ ই অগাস্ট অন্যান্য দিনের মতই রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান বাড়ি ফেরেন রাত সাড়ে আটটা নাগাদ এবং খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন রাত প্রায় বারোটা নাগাদ। সে বাড়ির নিচের একটি কক্ষে তখন কর্মরত ছিলেন মুহিতুল ইসলাম, যিনি ঘুমতে যান রাত তিনটে নাগাদ।
এর কিছুক্ষণ পরে সেই বাড়ির টেলিফোনের দায়িত্বে থাকা ব্যক্তি মিঃ ইসলামকে ঘুম থেকে ডেকে তোলেন, কারণ রাষ্ট্রপতি মিঃ ইসলামের সঙ্গে কথা বলতে চেয়েছেন। সে সময় সেখানকার পরিস্থিতি কী ছিল তা বিবিসি বাংলার কাছে বর্ণনা করেছেন মহিতুল ইসলাম। কীভাবে বৃষ্টির মত গুলিবর্ষণের মুখে মারা গেলেন প্রথমে শেখ কামাল এবং এরপরে শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা নিজের চোখে দেখা সেই ভয়াবহ হত্যাযজ্ঞের বর্ণনা দিয়েছেন মহিতুল ইসলাম। হত্যাকান্ডের পর দিনজুড়ে ঘটনা ঘটেছিল সেনাবাহিনীতে। সে সময় ঢাকা সেনানিবাসে লেফট্নান্ট কর্নেল ছিলেন বর্তমানে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী। তিনি বর্ণনা করেছেন সেনাবাহিনীর ভেতর দুই ব্যাটালিয়ানের সেই অভ্যুত্থানের পেছনের কাহিনী।
পরিবারের সদস্যদের সঙ্গে শেখ মুজিবুর রহমান
................................................................................................................
................................................................................................................
................................................................................................................