চল্লিশে বাংলাদেশ - জেলখানায় হত্যাকান্ড
উনিশ্শ পচাত্তর সালের ৩রা নভেম্বর, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমানকে হত্যার ঠিক ৭৯ দিন পরের ঘটনা। ঢাকা কেন্দ্রীয় কারাগারে সামরিক বাহিনীর কয়েকজন সদস্যের গুলিতে নিহত হয়েছিলেন ১৯৭১ সালে বাংলাদেশের প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ আর ঐ সময়কার অর্থমন্ত্রী এম মনসুর আলী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এএইচএম কামরুজ্জামান।
বলা হয় শেখ মুজিবর রহমানকে হত্যার ঘটনার সাথে সরাসরি সম্পর্কিত এই হত্যাকান্ড । তেসরা নভেম্বরের ঐ হত্যাকান্ড অনেকটা কাছে থেকে দেখেছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের তৎকালিন জেলার আমিনুর রহমান । তিনি বলছেন কীভাবে সেনা অফিসাররা কারাগারে এসে চার বন্দী নেতাকে হত্যা করেছিলো। প্রয়াত তাজউদ্দিন আহমেদের কন্যা সিমিন হোসেনের কাছে শুনবেন কিভাবে তার পরিবার ঐদিন সকাল থেকে গুজব শুনছিলেন আর কিভাবে হত্যার বিষয়টি ধীরে ধীরে উন্মুক্ত হয়েছিল। অবসরপ্রাপ্ত জেনারেল আমিন আহমেদ চৌধুরী জানাবেন সামরিক বাহিনীতে তখনকার দিনের ঘটে যাওয়া দুটি সেনা অভ্যুত্থান আর চলমান নেতৃত্বের টানাপোড়েন কিভাবে এই হত্যাকান্ডের পেছনে কাজ করেছিল।
সময়কাল: 12:40
নিহত চার নেতা: (ঘড়ির কাঁটার গতিপথ অনুযায়ী) সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামরুজ্জামান, এম মনসুর আলী।
................................................................................................................
................................................................................................................
................................................................................................................