চল্লিশে বাংলাদেশ - ৭ই নভেম্বরের অভ্যুত্থান
বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সশস্ত্র বাহিনীতে এক অভ্যুত্থান। এরপরই সূচনা হয় পাল্টা আরেকটি অভ্যুত্থানের। এক অভ্যুত্থানের মাধ্যমে বন্দীদশা থেকে মুক্ত হন মেজর জেনারেল জিয়াউর রহমান। এর আগে ৩রা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশারফের নেতৃত্বে এক অভ্যুত্থানের মাধ্যমে তৎতালীন সেনা প্রধান জিয়াউর রহমানকে বন্দী করে খালেদ মোশারফ সেনা প্রধান হন। মূলত তার পর থেকেই পাল্টা আরেকটি অভ্যুত্থানের পরিকল্পনা জোরদার হয়। সাতই নভেম্বরের অভ্যত্থানের প্রাণপুরুষ ছিলেন সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া কর্ণেল মো: আবু তাহের। সাথে ছিল বামপন্থী জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ।
কর্ণেল তাহেরের ছোটভাই এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো: আনোয়ার হোসেন এবং সাবেক সেনা প্রধান এবং বর্তমানে বিএনপি নেতা লে: জে: অব: মাহবুবুর রহমান বলছেন সেই সাতই নভেম্বরের অভ্যুত্থানের কথা।
সময়কাল: 13:56
................................................................................................................
................................................................................................................
................................................................................................................