Movie,Software,Games,Live Radio,E-Book, University List, Computer Tips, Sample of Reports & Letters How To save Time And Money by the Perfect Website? Visit Us and Obsessed With Downloads  
Loading

চল্লিশে বাংলাদেশ বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি


চল্লিশে বাংলাদেশ

বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি



২৬শে জুন, ২০০০ সাল। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে একটি স্মরণীয় দিন। আন্তর্জাতিক ক্রিকেটে দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ। ইংল্যান্ডের লর্ডসে আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিলের বোর্ডসভায় সেসময়কার সভাপতি ম্যালকম গ্রে ঘোষণা দেন-‘আইসিসি বাংলাদেশকে পূর্ণ মর্যাদার টেস্ট সদস্য হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। খবরটি বাংলাদেশে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে উঠলেন মানুষ। লর্ডসে আইসিসি’র সেই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের তৎকালীন সভাপতি সাবের হোসেন চৌধুরী। তিনি বলছিলেন সে সভায় নয়টি টেষ্ট খেলুড়ে দেশের সর্মথন পেয়েছিল বাংলাদেশ।

কিন্তু ২০০০ সালে টেষ্ট স্ট্যাটাস পেলেও কবে থেকে এই পথ চলা শুরু হয়েছিল? মি. চৌধুরী জানালেন ১৯৯৬ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পাওয়ার পর দু’হাজার সালেই টেষ্ট স্ট্যাটাস অর্জন করবে বলে লক্ষ্য স্থির করেছিল বোর্ড। তবে তার আগে দরকার ছিল আইসিসির ট্রফি জিতে বিশ্বকাপ খেলার টিকেট পাওয়া। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জেতে বাংলাদেশে। মি. চৌধুরী জানালেন ট্রফি প্রদানের মুহুর্তেই তিনি ‌আইসিসির কর্তাব্যক্তিদের কাছে বাংলাদেশের আগ্রহের বিষয়টি জানালেন এবং ঐ বছর জুনে আনুষ্ঠানিক ভাবে আইসিসির কাছে আবেদন করে বাংলাদেশে ক্রিকেট বোর্ড।

১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশের টেষ্ট স্ট্যাটাস পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় লড়াইটা এখানেই করতে হয়েছিল ক্রিকেটারদের। আর বাংলাদেশও জিতে নেয় স্কটল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে বড় জয়। তবে বিশ্বকাপের পর আরেকবার নিজেদের যোগ্যতা প্রমান করে টেষ্ট স্ট্যাটাস পাওয়ার চেষ্টাকে গতি দিয়েছিল বাংলাদেল ক্রিকেট । তেমনটিই বলছিলেন সেসময়কার বাংলাদেশ দলের একজন ক্রিকেটার হাবিবুল বাশার সুমন।

বিশ্ব ক্রিকেটের মানচিত্রে প্রথম সারির দেশগুলোর তালিকায় বাংলাদেশ কিভাবে জায়গা করে নিয়েছিল, বিবিসি বাংলার কাছে তা বর্ণনা করেছেন সাবের হোসেন চৌধুরী এবং হাবিবুল বাশার সুমন। চল্লিশে বাংলাদেশের এই পর্বটি পরিবেশন করেছেন ফারহানা পারভীন।

.......................................................................................................
........................................................................................................
.......................................................................................................