চল্লিশে বাংলাদেশ
বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী
১৯৯১ সালের ২৭ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের অন্যতম বৈশিষ্ট্য ছিল সর্বোচ্চ সংখ্যক ৭৫ টি রাজনৈতিক দল ও ২৭৮৭ জন প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ। সেই নির্বাচনে ১৪০ টি আসনে বিজয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বেরিয়ে আসে বিএনপি। তবে সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন না থাকায় জামায়াতে ইসলামী বাংলাদেশ ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর সাহায্যে সরকার গঠন করে তারা। আর খালেদা জিয়া পাঁচটি আসন থেকে বিজয়ী হয়ে হন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তবে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করলেও খালেদা জিয়ার রাজনীতিতে আসাটা ছিল অনেকটা পরিস্থিতির কারণে।
১৯৮১ সালের ৩০ শে মে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি এবং খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান এক সামরিক অভ্যুত্থানে নিহত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের আহ্বানে তিনি ১৯৮২ সালের জানুয়ারিতে বিএনপিতে যোগ দেন। খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৎকালীন যুগ্ম মহাসচিব সেলিমা রহমান বর্ণনা করেছেন সেসব দিনের কথা।
রাষ্ট্র প্রধান হিসেব খালেদা জিয়ার ক্ষমতাগ্রহণ কতটা তাৎপর্যপূর্ন ছিল? ব্যাখ্যা করেছেন রাজনৈতিক বিশ্লেষক মিজানুর রাহমান শেলী আর সাংবাদিক আতাউস সামাদ , যিনি সেসময়ের রাজনৈতিক পট পরবির্তনের একজন প্রত্যক্ষদর্শী।
.......................................................................................................
........................................................................................................
.......................................................................................................