চল্লিশে বাংলাদেশ: পঞ্চম পর্ব
ভারতের সামরিক বাহিনীর বিদায়
১৯৭২ সালের ১২ই মার্চ। সেদিন সদ্য স্বাধীন বাংলাদেশ থেকে বিদায়ী ভারতীয় সৈন্যদের সম্মান জানাতে একটি কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয় ঢাকা স্টেডিয়ামে। ভারতীয় বাহিনীকে বিদায় জানাতে এবং স্বাধীন বাংলার রূপকার শেখ মুজিবুর রহমানকে দেখতে সেদিন স্টেডিয়ামে ভিড় করেছিল হাজারো জনতা। জয় বাংলা জয় হিন্দ স্লোগানে মুখরিত হতে থাকে পুরো এলাকা।
সেখানে উপস্থিত ছিলেন, ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের চীফ অব স্টাফ জেনারেল জেকবসহ ভারতীয় ও বাংলাদেশী সেনা কর্মকর্তারা। জেনারেল জেকব সেদিনের স্মৃতিচারণ করে বলেন, যৌথবাহিনীর সম্মিলিত প্রচষ্টোতেই এই স্বাধীনতা অর্জিত হয়েছে। বিশ্বের ইতিহাসে এভাবে এত দ্রুত একটি দেশ থেকে বিদেশী সৈন্য প্রত্যাহারের ঘটনা বিরল।
ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার বাংলাদেশের তৎকালীন লেফটেন্যান্ট কর্ণেল ও এস-ফোর্সের অধিনায়ক কেএম শফীউল্লাহ। পেশাগত দায়িত্ব পালনের জন্য সেখানে উপস্থিত ছিলেন আলোকচিত্রী আফতাব আহমেদও। ভারতীয় সেনাবাহিনীর তৎকালীন মেজর শঙ্কর রায় চৌধুরী মুক্তিযুদ্ধের সময় মূলত মুক্তি ও মিত্রবাহিনীর মাঝে সমন্বয় সাধনের কাজটি করতেন। তিনি বলছেন, কিভাবে দ্রুত গতিতে তারা নিজ দেশে ফিরে গেলেন।
সময়কাল: 11:22
ভারতীয় সেনাদলের জমায়েত
............................................................................................................
............................................................................................................
............................................................................................................