Movie,Software,Games,Live Radio,E-Book, University List, Computer Tips, Sample of Reports & Letters How To save Time And Money by the Perfect Website? Visit Us and Obsessed With Downloads  
Loading

চল্লিশে বাংলাদেশ পর্ব-৬

চল্লিশে বাংলাদেশ : ষষ্ঠ পর্ব
ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি


স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের ভূমিকার প্রেক্ষাপটে দুটি রাষ্ট্রের মধ্যকার সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে ১৯৭২ সালে ১৯ মার্চ বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।

ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বাধীন বাংলাদেশে এক রাষ্ট্রীয় সফরে এসে ভারতের পক্ষে এবং বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান শান্তি ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ বছর মেয়াদী এই চুক্তিতে স্বাক্ষর করেন।

স্বাধীনতা পরবর্তী সময়ে মিসেস গান্ধীর ঐ সফরের সময় বাংলাদশের চিফ অফ প্রোটোকল বা রাষ্ট্রাচার বিষয়াদির দায়িত্বে ছিলেন কূটনীতিক ফারুক চৌধুরী। ১৯৭২ সালে সেই চুক্তিস্বাক্ষরের সময়ের কথা তাঁর স্মৃতিতে এখনো অমলিন।

তিনি বলছিলেন ১২ টি ধারা সম্বলিত এ চুক্তিতে একে অন্যের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতার বিষয়ে সম্মান প্রদর্শন করবে এবং কেউই একে অন্যের অভ্যন্তরীন বিষয় নিয়ে হস্তক্ষেপ করবে না বলে সিদ্ধান্ত নেয়।

আর অপর দিকে, মুক্তিযুদ্ধের ঠিক পর পরই ঢাকায় ভারতীয় হাই কমিশনে ফার্স্ট সেক্রেটারি হিসেবে কাজ করছিলেন অরুন্ধতী ঘোষ। তার চোখে দুই রাষ্ট্রের মধ্যকার এই চুক্তি ছিল গুরুত্বপূর্ণ একটি প্রতীকি বিষয়।
সময়কাল: 10:06
bangla_india_indira_mujib_treaty

সেই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের সময় শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী


............................................................................................................

............................................................................................................


............................................................................................................