চল্লিশে বাংলাদেশ - সপ্তম পর্ব
বিদ্রোহী কবির আগমন
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের স্বাধীনতালাভের পর তৎকালীন সরকারের উদ্যোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল ১৯৭২ সালের ২৪শে মার্চ। কিংবদন্তীতুল্য এই বিদ্রোহী কবিকে কীভাবে বরণ করেছিল বাংলাদেশের মানুষ। কেমন কেটেছিল ঢাকায় তাঁর দিন?
যে কবির কবিতা ও গান পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হবার জন্য বাঙালিকে প্রেরণা জুগিয়েছিল সেই কবিকে ঢাকায় আনা হচ্ছে এ খবরে ঢাকার মানুষ ছিল উৎসাহে উদ্বেল। সপরিবারে কবিকে বহনকারী বিমানের বিশেষ ফ্লাইট যখন ঢাকা বিমানবন্দরে নামল তখন বাইরে হাজার হাজার মানুষ।
অনেকের মত বিমানবন্দরে গিয়েছিলেন নজরুল গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম। তিনি বলেছেন জনতার ভিড়ে কবিকে কীভাবে অতিকষ্টে বিমান থেকে নামাতে হয়েছিল। হাজারো মানুষের ভিড় ঠেলে কবিকে নেওয়া হয় ধানমন্ডিতে তাঁর জন্য নির্ধারিত বাড়িতে। সরকারের বরাদ্দ করা সেই বাড়িটি এখন নজরুল ইনস্টিটিউট। বিদ্রোহী কবিকে ঢাকায় আনার পর তাঁকে এক নজর দেখার জন্য বহু মানুষ ভিড় করেছিলেন ধানমন্ডির সেই বাড়িতে। নজরুলসঙ্গীতশিল্পী খালিদ হোসেন বলেছেন কবিভবনের সামনে দাঁড়িয়ে থাকা মানুষের মনে হচ্ছিল স্বপ্ন বাস্তবে ধরা দিয়েছে।
সময়কাল: 10:24
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মসজিদের কাছে নজরুল সমাধি
................................................................................................................
................................................................................................................
................................................................................................................