চল্লিশে বাংলাদেশ - অষ্টম পর্ব
বাংলাদেশের নতুন সংবিধান
স্বাধীনতা লাভের পর বাংলাদেশের ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ছিল এক বছরেরও কম সময়ের মধ্যে একটি সংবিধান প্রণয়ন। ১৯৭২ সালে শেখ মুজিবর রহমান দেশের সংবিধানে স্বাক্ষর করছেন স্বাধীনতা লাভের পর এত দ্রুত সংবিধান রচনা করার নজির খুব কম । ১৯৭২ সালের ৪ঠা নভেম্বর তখনকার গণপরিষদে এই সংবিধানটি গৃহীত হয়েছিল। তৎকালীন আইনমন্ত্রী ড: কামাল হোসেন ছিলেন বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি। অধ্যাপক আনিসুজ্জামান সংবিধানটি বাংলায় রচনা করার সঙ্গে ছিলেন যুক্ত।
ড: কামাল হোসেন বলেছেন ১৯৭২ সালের সম্ভবত ১২ই বা ১৩ই এপ্রিল শেখ মুজিবর রহমান তাঁকে শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেকে পাঠান এবং সংবিধান রচনা কমিটির দায়িত্ব তাঁর কাছে ন্যস্ত করে দিয়ে বলেন সংবিধান রচনা কমিটির সভাপতির পদ তাঁকে দেওয়া হচ্ছে। ড: কামাল হোসেন বলেছেন এরপর এই দায়িত্ব তিনি কীভাবে পালন করেছেন।
অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন বাংলায় সংবিধান রচনার নজির ছিল এই প্রথম। ভারতের সংবিধান বাংলায় অনুবাদ হয়েছিল এর অনেক পরে। কাজেই যে ভাষাজ্ঞান তাঁর ছিল তার ওপর ভিত্তি করেই এই কঠিন কাজে তাঁরা নেমেছিলেন। ড: কামাল হোসেন এবং অধ্যাপক আনিসুজ্জামানের কাছে শুনুন সংবিধান প্রণয়নের কাহিনী।
১৯৭২ সালে শেখ মুজিবর রহমান দেশের সংবিধানে স্বাক্ষর করছেন
................................................................................................................
................................................................................................................
................................................................................................................