চল্লিশে বাংলাদেশ : দশম পর্ব
১৯৭৪ সালের দুর্ভিক্ষ
১৯৭৪ সালের অনাহারী মানুষদের কাহিনী থাকছে চল্লিশে বাংলাদেশের এদিনের পর্বে। মাত্র দুবছর আগে স্বাধীন হওয়া নতুন রাষ্ট্র বাংলাদেশ। যুদ্ধের ধ্বংসস্তুপ পরিষ্কার করে দেশকে নতুন করে ঢেলে সাজানোর প্রক্রিয়া সবে শুরু হয়েছে মাত্র। কিন্তু তার আগেই দেখা দিল দুর্ভিক্ষ। বছরের শুরুর দিক থেকেই যার লক্ষণ দেখা যাচ্ছিল।
বাংলাদেশের ঐ দুর্ভিক্ষে কয়েক লক্ষ মানুষ না খেতে পেয়ে অথবা অনাহারজনিত অসুখে ভুগে মারা গিয়েছিলেন। সে সময় নিজেদের অভিজ্ঞতা কেমন ছিল, আর তখন চারপাশে দেখা মানুষদের গল্পই এখানে তুলে ধরেছেন ঢাকার শাহজাহানপুরের বাসিন্দা আব্দুল কুদ্দুস। মিসেস ফাতেমা মান্নান তখন পটুয়াখালী জেলার সুবিদখালী থানায় থাকতেন। নাটোর জেলার শিংড়া থানার নূরজাহান বেগম, শুনবেন তাদের কথাও। এছাড়াও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএসের গবেষক কে এ এস মুর্শিদ দুর্ভিক্ষের সম্ভাব্য কারণগুলো নিয়ে কথা বলেছেন
১৯৭৪য়ে বাংলাদেশের দুর্ভিক্ষের সময়কার চিত্র
................................................................................................................
................................................................................................................
................................................................................................................