চল্লিশে বাংলাদেশ - জাতিসংঘে বাংলাদেশ
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে অন্যান্য দেশের স্বীকৃতি পাওয়া বাংলাদেশের জন্য যেমনটা জরুরি ছিল ঠিক তেমনি ভাবে বিভিন্ন আর্ন্তজাতিক সংস্থার সদস্যপদ লাভ করাটাও প্রয়োজন ছিল। এরই ধারাবাহিকতায় স্বাধীনতা লাভের তিন বছর পর ১৯৭৪ সালের ১৭ ই সেপটেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমবারের মত উত্তোলন করা হয় বাংলাদেশের পতাকা।
কিন্তু সেই সদস্যপদ প্রাপ্তির পথটা কেমন ছিল এবং বাংলাদেশের জন্যই বা তা কতটা গুরুত্বপূর্ন ছিল? ড: কামাল হোসেন, বাংলাদেশ সরকারের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বর্ণনা করেছেন জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের সেই গুরুত্বপূর্ণ মূহুর্তের কথা। ফারুক চৌধুরী ছিলেন ১৯৭৪ সালে লন্ডনে ডেপুটি হাইকমিশনার হিসাবে কর্মরত। জাতিসংঘে শেখ মুজিবুর রহমান বাংলায় যে ভাষণ দিয়েছিলেন সেটি লেখার কাজ করেছিলেন মি: চৌধুরী। এই কাজটি করার জন্য সে সময়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্বল্পকালীন মহাসচিব হিসেবে বাংলাদেশে কর্মরত ছিলেন। ওই ভাষণ লেখা নিয়ে শেখ মুজিবুর রহমানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করেছেন ফারুক চৌধুরী।
সময়কাল: 11:19
শেখ মুজিবুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন বাংলায়
................................................................................................................
................................................................................................................
................................................................................................................