চল্লিশে বাংলাদেশ
একুশে অগাস্ট গ্রেনেড হামলা
২০০৪ সালের একুশে অগাস্ট। শনিবার। বিকেল ৫টার কিছু পর। হঠাৎ দফায় দফায় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ঢাকার প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু অ্যাভিনিউ।
হামলার লক্ষ্য ছিলো ওই এলাকায় থাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে চলা একটি সমাবেশ। বিস্ফোরণ শুরু হওয়ার ঠিক আগেই একটি ট্রাকের ওপর বানানো অস্থায়ী মঞ্চে প্রধান অতিথির ভাষণ শেষ করেছেন সেসময়কার বিরোধী নেত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা।
এ হামলা থেকে অল্পের জন্য সেদিন বেঁচে যান তিনি।
একুশে অগাস্টের গ্রেনেড হামলার পরপরই ঘটনাস্থল থেকে তোলা ছবি। কিছুক্ষণ আগেই এখানে চলছিল একটি জমজমাট জনসভা। ফোকাস বাংলা।
ওই হামলায় মোট চব্বিশ জন মারা যায়। এদের মধ্যে ছিলেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান। আহত হয় আরো অগুনতি মানুষ। হামলায় আহত অনেকেই এখন বেঁচে আছে শরীরে গ্রেনেডের অসংখ্য স্প্লিন্টার নিয়ে। একুশে অগাস্ট গ্রেনেড হামলার পর সাত বছর পেরিয়ে গেলেও এখনও তার বিচার হয়নি। চল্লিশে বাংলাদেশের এবারের পর্বে থাকছে একুশে অগাস্ট গ্রেনেড হামলায় বেঁচে যাওয়া মানুষদের স্মৃতিচারণ।অনুষ্ঠানটি পরিবেশন করেছেন বিবিসি বাংলার আহরার হোসেন।
.......................................................................................................
........................................................................................................
.......................................................................................................